কুমিল্লা সীমান্তে বিজিবির নিয়মিত চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও সিগারেট জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধীন বিবিরবাজার বিওপির গোলাবাড়ী পোষ্টের একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে সীমান্ত শূন্য রেখা থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিষ্ণুপুর নামক এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৬০ বোতল ভারতীয় মদ এবং বিভিন্ন ব্র্যান্ডের ১১,৩৪০ প্যাকেট সিগারেট উদ্ধার করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ২৯ লাখ ২৫ হাজার টাকা।
বিজিবি জানায়, জব্দকৃত মালামাল যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে কুমিল্লা কাস্টমস অফিসে জমা দেওয়া হবে।
এছাড়াও সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে এ ধরণের অভিযান আরও জোরদার করা হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।