কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার কোটবাড়ী বিশ্বরোড এলাকা থেকে বিপুল পরিমান গাঁজা’সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি কভার্ড ভ্যান জব্দ করা হয়।
২৭ ফেব্রুয়ারি(সোমবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব-১১ সিপিসি-২ এর উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর দক্ষিণ মডেল থানার কোটবাড়ী বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১১২ কেজি গাঁজা’সহ সুপন বড়ুয়া নামে এক মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয় তারা। সে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার আব্দুল্লাহপুর গ্রামের মৃত দুলাল বড়ুয়া’র ছেলে। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি কভার্ড ভ্যান জব্দ করা হয়।
এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে র্যাব।