সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মানে মান এই প্রতিপাদ্য নিয়ে কুমিল্লায় বিশ্ব মান দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সৈয়দ শামছুল তাবরীজ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার রেজা মোহাম্মদ সারোয়ার আকবর, ভোক্তা অধিকার দপ্তরের সহকারি পরিচালক আছাদুল ইসলাম, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ আলমগীর খান, ব্যবসায়ী নেতা জসিম উদ্দিনসহ অন্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএসটিআই কুমিল্লার উপ-পরিচালক কে এম হানিফ। সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
আই/অননিউজ২৪।।