কুমিল্লায় ১৩ কেজি গাঁজা এবং ৪৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। ২০ মার্চ সোমবার দুপুরে জেলার সদর দক্ষিণ মডেল থানার জোড়কানন এলাকায়অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন ধনপুর গ্রামের আব্দুল ওদুদ এর ছেলে মোঃ মহিউদ্দিন (৩০) এবং একই থানার জয়নগর গ্রামের মৃত সিরাজুল ইসলাম এর ছেলে মোঃ হেলাল উদ্দিন (২২)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১,সিপিসি-২ কুমিল্লার উপপরিচালক মেজর মোহামম্দ সাকিব হোসেন।
তিনি জানান- গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও করে বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।