কুমিল্লায় মাদক সেবন দেখে ফেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করার অভিযোগ উঠেছে। নগরীর গোবিন্দপুর এলাকায় কাজী মনুসর বাড়ির সামনে শুক্রবার রাএে এ ঘটনা ঘটে।২২ বছর বয়সী রাজিব কুমিল্লা বিসিকে চাকরি করত।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজুর মোরশেদ এসব তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাতে ওসি সনজুর বলেন, মাদক সেবন দেখা ফেলায় রাজিবের সঙ্গে একই এলাকার রাব্বির কথা কাটাকাটি হয়। এরই জেরে সন্ধ্যা ৭টার দিকে রাব্বি ও তার সহযোগীরা মিলে রাজিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে গোবিন্দপুর এলাকার কাজী মনসুরের বাড়ির সামনে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিক্যালে নেয়ার পথে রাত ১০টার দিকে রাজিব মারা যায়।
নিহতের ছোট ভাই রাকিব বলেন, একই এলাকায় মাদক কারবারি রাব্বিসহ তার সহযোগিরা মিলে বাড়ি থেকে ধরে নিয়ে কাজী বাড়ির সামনে নিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। এর আগে আমার ভাইকে তারা সিগারেট খাওয়া নিয়ে মারধর করে। মূলত এ শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হয়। আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই।