সোমবার বেলা দুইটায় কুমিল্লা মহানগরীর চকবাজারে অবস্থিত সনামধন্য ও মানসম্মত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসায়ে সাওতুল কোরআন, চকবাজার কুমিল্লা এর মাদরাসা মিলনায়তনে বেলা দুই টায়,অত্র মাদরাসার পরিচালক, হাফেজ ওমর ফারুক পাহাড়পুরীর সন্চালনায় হিফজ শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা ও সবক প্রদান করেন, আলহাজ্ব হাফেজ মাওলানা আমিনুল্লাহ, সভাপতি,বাংলাদেশ জাতীয় হাফেজ কল্যান সমিতি।
সবক প্রদান শেষে কৃতি শিক্ষার্থী এবং তাদের পিতা-মাতাদের পূস্পমাল্য ও ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানান অনুষ্ঠানে আগত বুজুর্গ আলেমগন।
মাদরাসায়ে সাওতুল কোরআন, চকবাজার এর প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ জাতীয় হাফেজ কল্যান সমিতির মহাসচিব আলহাজ্ব হাফেজ ক্বারী হুমায়ুন কবীর পাহাড়পুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন, শায়খুল হাদিস, মাওলানা মাহবুবুর রহমান আশরাফি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব হাফেজ মাওলানা আমিনুল্লাহ,সভাপতি, বাংলাদেশ জাতীয় হাফেজ কল্যান সমিতি।
শায়েখ আব্দুল্লাহ আল-মামুন মোস্তফী,খতিব, ভিক্টোরিয়া কলেজ জামে মসজিদ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সূফি মিজানুর রহমান সিদ্দিকী,চান্দিনা।
জনাব কামরুল হুদা, ভবন মালিক অত্র মাদরাসা।
জনাব আব্দুল কাদের গনি সহ আরো অনেকে।
কৃতিত্বের সহিত হিফজ সম্পন্নকারী ও সন্মাননা ক্রেস্ট প্রাপ্ত শিক্ষার্থীরা হলো,
হাফেজ আরমান হোসেন।
হাফেজ ফাহিম মুনতাসির ফুয়াদ।
হাফেজ আবু সাঈদ।
হাফেজ ইরফান হোসাইন।
হাফেজ শাখাওয়াত আহমেদ।
হাফেজ রাকিবুল ইসলাম।
হাফেজ সাব্বির আহমেদ।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন, হাফেজ ওমর ফারুক পাহাড়পুড়ী, পরিচালক, মাদরাসায়ে সাওতুল কোরআন, চকবাজার,কুমিল্লা।