কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় সদ্য যোগদান করা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেছেন- আমি কুমিল্লায় যেভাবে এসেছি, যাওয়ার সময় একটা ভাল অনুভূতি নিয়ে যেতে চাই। আমি যেন ভালভাবে বিদায় নিয়ে যেতে পারি। আমি অবশ্যই কুমিল্লায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চেষ্টা করবো।
রবিবার (১১ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এ কথা বলেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: কাবিরুল ইসলাম খানসহ প্রশাসনের উধ্র্বতন কমৃকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আরো বলেন-আমি আমার মূল দায়িত্বগুলো পালন করার জন্য চেষ্টা করবো। আমি ধারাবাহিকতায় বিশ্বাসী। সাবেক জেলাপ্রশাসকদের পূর্বের কাজগুলোকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবো।
মত বিনিময় সভায় সাংবাদিকগণ ছাড়াও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।