কুমিল্লায় সুবিধা বঞ্চিত রোজাদাদের মাঝে ইফতার বিতরণ করেছে রোটারি ক্লাব অব কুমিল্লা সানফ্লাওয়ার। পবিত্র মাহে রমজান উপলক্ষে রোটারি ক্লাব অব কুমিল্লা সানফ্লাওয়ারের মাসব্যপী ইফতার বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় নগরীর ব্যস্ততম এলাকা পূবালী চত্ত্বরে ইফতার প্যাকেট বিতরণ করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এটিএন বাংলা ও এটিএন নিউজের কুমিল্লা জেলা প্রতিনিধি খায়রুল আহসান মানিক, মাছরাঙা টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল। এসময় উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব অব কুমিল্লা সানফ্লাওয়ার এর সভাপতি রোটারিয়ান শহিদুল ইসলাম মজুমদার, সেক্রেটারি রোটারিয়ান আমজাদ হোসেন, সদ্য সাবেক সভাপতি রোটারিয়ান নাসিরুল ইসলাম মজুমদার, সাবেক সভাপতি রোটারিয়ান জাকির হোসেন, রোটারিয়ান খলিলুর রহমান জনি, রোটারিয়ান রবিউল হোসেন, বিশিষ্ট সমাজসেবক তপু মজুমদার, শওকত হোসেন প্রমূখ।
মাসব্যপী কর্মসূচীর আওতায় ইতিমধ্যে প্রায় আট শত সুবিধা বঞ্চিত রোজাদাদের মাঝে ইফতার প্যাকেট বিতরণ করেছে রোটারি ক্লাব অব কুমিল্লা সানফ্লাওয়ার । শেষ রমজান পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংগঠনটির সদ্য সাবেক সভাপতি রোটারিয়ান নাসিরুল ইসলাম মজুমদার