কুমিল্লা প্রতিনিধি।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে দিতে কুমিল্লায় রোড টু স্মার্ট বাংলাদেশ প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলার দেবিদ্বার উপজেলার ভূইয়া কমিউনিটি সেন্টারে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার।
উদ্বোধন পরে বক্তব্য রাখেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এটিএম মেহেদী হাসান ভিপি, দেবিদ্বার পৌর মেয়র সাইফুল ইসলাম শামীম। এতে উত্তর কুমিল্লার বিভিন্ন উপজেলার প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন।
জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কুমিল্লা আঞ্চলিক সমন্বয়ক জয়জিৎ দত্তর সঞ্চালনায় প্রশিক্ষক প্রশিক্ষণের মাস্টার ট্রেইনার ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন।
প্রশিক্ষণ অনুষ্ঠানে শেখ হাসিনার উন্নয়নের সঠিক বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য আওয়ামী লীগের কর্মপরিকল্পনা নিয়ে দিক নির্দেশনা বক্তব্য তুলে ধরেন বক্তারা।
উদ্বোধনী বক্তব্যে রোশন আলী মাস্টার বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে দিতে এবং আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এ উদ্যোগের আওতায় একটি সুশৃঙ্খল ক্যাম্পেইন টিমের মাধ্যমে ঘরে ঘরে প্রত্যেক ভোটারের কাছে নির্বাচনী বার্তা পৌঁছে দেয়া হবে।
এফআর/অননিউজ