কুমিল্লায় অভিযান চালিয়ে গাঁজা ও ফেন্সিডিলসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ২৯ মার্চ রাতে কুমিল্লার আমতলী এলাকা থেকে৩৪০ বোতল ফেন্সিডিল ও ৯ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, বরগুনার পরিখাল গ্রামের আব্দুল হাকিমের ছেলে মোঃ সাইফুল ইসলাম (৪৬), কুমিল্লার চৌদ্দগ্রামের নোয়াপুর গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে মোঃ মিজান (৩৫) এবং মাদারীপুরের মৃধাকান্দি গ্রামের মোঃ তৈয়ব আলী হাওলাদারের ছেলে মোঃ শাহাবুল মিয়া (২৩)।
বৃহস্পতিবার (২৪ মার্চ) কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে বরগুনা, মাদারীপুর ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।