কুমিল্লায় ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ১২ নভেম্বর শনিবার রাতে র্যাব-১১, সিপিসি-২ জেলার সদর দক্ষিণ মডেল থানার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এসময় ৫২ কেজি গাঁজাসহ সদর দক্ষিণ মডেল থানার চনগাও (বেপারী বাড়ী) গ্রামের মোঃ মোজাফফর আলী এর মেয়ে মোর্শেদা আক্তার এবং লালমাই থানার আলী শহর (জামুয়ারপাড়) মৃত আব্দুল মালেক এর ছেলে আব্দুল কাদেরকে আটক করা হয়। মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
র্যাব আরোও জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ গ্রেফতারকৃত মহিলা আসামীকে ব্যবহার করে জব্দকৃত সিএনজিতে করে কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
এ বিষয়ে বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।