কুমিল্লায় শতাধিক মাল্টিমিডিয়া সংবাদকর্মীদের নিয়ে দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দৈনিক সকালের সময় পত্রিকার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা স্টাফ রিপোর্টার এইচ এম মহিউদ্দিন ও দক্ষিণ জেলা প্রতিনিধি ইবনুল হাসান রায়হানের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কুমিল্লায় কর্মরত প্রায় শতাধিক প্রিন্ট, ইলেক্ট্রনিক ও মাল্টিমিডিয়ার সংবাদকর্মীদের নিয়ে ফ্রি সেমিনার আয়োজন করা হয়েছে।
আজ বুধবার জেলার টমছমব্রিজ এলাকায় এক্সপার্ট আইটি পার্কের ট্রেনিং অডিটরিয়ামে প্রতিষ্ঠানের মেন্টর ফ্রিলান্সার ওমর ফারুকের উদ্বোধনে আলোচনা ও দক্ষ্য সাংবাদিক তৈরীর লক্ষ্যে স্বাগত বক্তব্যদেন কুমিল্লা মাল্টিমিডিয়া রিপোর্টাস্ ইউনিটির প্রতিষ্ঠাতা এবং নিউজ টুয়েন্টিফোরের কুমিল্লা জেলা প্রতিনিধি এইচ এম মহি উদ্দিন। প্রশিক্ষক হিসেবে টেলিভিশন ও মাল্টিমিডিয়া নিয়ে আলোচনা করেন এখন টেলিভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ সাবিত্র সারওয়ার ও প্রডিউসার মেসবাহ আজাদ।

সকাল ৯টা থেকে দুপুর ১টা পযন্ত সেমিনার শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ গ্রহন করেন দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: নুর হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপি’র সভাপতি উৎবাতুল বারী আবু, বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর যুগ্ম সম্পাদক কামরুজ্জামান সোহেল, হোটেল এ্যালিট প্যালেসের জিএম মোঃ খোরশেদ আলম, বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব সহিদ উল্লাহ মিয়াজি, দৈনিক সকালের সময়ের মফস্বল সম্পাদক মো: আলম, সাবেক কাউন্সিলর কাজী মাহবুবুর রহমানসহ কুমিল্লা সিনিয়র সাংবাদিকনেতারা।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com