কুমিল্লায় মাহফিলকে কেন্দ্র করে বসা মেলায় গায়ের সঙ্গে থাক্কা লাগায় এক যুবককে ছুরিকাঘাতে খুনের ঘটনা ঘটেছে। গত (৩০ ডিসেম্বর) রাত ৯ টার দিকে সদর দক্ষিণ উপজেলার রামচন্দ্রপুরএলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত যুবকের নাম মো. ইয়াসিন(১৯), তিনি সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।স্থানীয় সূত্র ও পুলিশের বরাতে জানা গেছে, দুর্গাপুরের পাশের এলাকা রামচন্দ্রপুরে মাহফিলকে ঘিরে বসা দোকান-পাটে ইয়াসিনের শরীরের সঙ্গে ধাক্কা লেগে এক যুবকের হাত থেকে ছোলা বুট পড়ে যায়। এই নিয়ে তর্ক বির্তক থেকে ছুরিকাঘাত করলে হাসপাতালে নেওয়ার পথে ইয়াসিন মারা যায়।
সদর দক্ষিণ উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ আসেনি।