কুমিল্লায় এতিম শিশুদের আনন্দ দিতে আরকে ফিড পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা করেছে দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লা। গতকাল সন্ধ্যায় সংরাইশ সরকারি শিশু পরিবারে ফিড পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র আরফানুল হক রিফাত।
দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লার সভাপতি মোহাম্মদ সাইফ উদ্দিন রনীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সমাজসেবা অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) শিউলী রহমান তিন্নী, জেলা কালচারাল কর্মকর্তা আয়াজ মাবুদ, সমাজসেবা অধিদপ্তর কুমিল্লার সহকারি পরিচালক কেএম যোবায়েদ, ফারহানা আমিন, শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক শরফুন নাহার মনি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ ফরিদ।
কুমিল্লা রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক আনোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাছরাঙ্গা টিভির প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল, নাগরিক টিভির প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাইদ, বাংলা টিভির প্রতিনিধি আরিফুর রহমান মজুমদার, কুমিল্লা রিপোটার্স ইউনিটির সহ-সভাপতি আশিকুর রহমান আশিক, যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সাধারন সম্পাদক আনোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক সুমন কবির, সদস্য রফিকুল ইসলাম, রবিউল ইসলাম, জুয়েল খন্দকার, ক্যামেরা পারসন আলমগীর কবির, তৌহিদ খন্দকার তপুসহ আরো অনেকে।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পী সাথী জাহান, মোঃ সারোয়ার হোসেন রাসেল, আলো সাহা আলপনা, ফয়সাল মাহমুদ আদিলসহ শিশু পরিবারের শিল্পীরা।