বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা লিগ্যাল এইড কমিটি কুমিল্লার আয়োজনে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে তিন দিন ব্যাপী লিগ্যাল এইড মেলা শুরু হয়েছে। বুধবার সকালে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উক্ত মেলার শুভ উদ্বোধন করেন কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার বিভিন্ন ট্রাইব্যুনালে কর্মরত জেলা জজ পদমর্যাদার বিজ্ঞ বিচারক বৃন্দ,বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিভিন্ন পর্যায়ের বিচারক বৃন্দ, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি আহসান উল্লাহ খন্দকার ও সেক্রেটারী মো: আবু তাহের, জেলা লিগ্যাল এইড অফিসার এফ এম শেফায়েত ছালাম, সিভিল সার্জন ডা. নাছিমা আকতার,কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো: কামরান হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আসফাকুজ্জামান, এডিএম মোসারেফ হোসেন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বিজ্ঞ আইনজীবী বৃন্দ এবং বিচারপ্রার্থী সাধারণ জনগণ।উক্ত মেলায় জেলা লিগ্যাল এইড অফিস, বিজ্ঞ লিগ্যাল এইড প্যানেল আইনজীবীবৃন্দ, ব্লাস্ট, পুলিশ প্রশাসন, কুমিল্লা সিভিল সার্জন অফিস, কেন্দ্রীয় কারাগার,এইড কুমিল্লা,ইয়াং উইমেন্স ক্রিস্টিয়ান অ্যাসোসিয়েশন সহ মোট আটটি প্রতিষ্ঠানে অংশ নেয়।
শান্ত/অননিউজ