মামলা তদন্ত ও নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল,মাদক উদ্ধার, ফাঁড়ি এলাকার আইনশৃংখলা নিয়ন্ত্রণ ইত্যাদি কাজে এপ্রিল মাসে বিশেষ পারদর্শীতার কারনে কাজের স্বীকৃতি পেলেন চকবাজার ফাঁড়ির ইনচার্জ মোঃ নয়ন মিয়া
বৃহস্পতিবার (১১ মে) দুপুরে কুমিল্লা পুলিশ লাইন্সের শহীদ আরআই এবিএম আব্দুল হালিম মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় মোঃ নয়ন মিয়ার হাতে পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার আবদুল মান্নান।
এ বিষয়ে চকবাজার ফাঁড়ির ইনচার্জ মোঃ নয়ন মিয়া বলেন, এ রকম স্বীকৃতি কাজের গতিকে আরও বাড়িয়ে দেয়, আরও এগিয়ে যাওয়ার মানষিক শক্তি তৈরি করে। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী মাদক উদ্ধারসহ অপরাধ নির্মূলে টিমওয়ার্ক ভিত্তিক কাজ করায় এ সফলতা অর্জন করতে সক্ষম হয়েছি। এটা আমার সামনের পথকে আরও প্রশস্ত করবে।