সুমন চিশতী।।
বুধবার সন্ধ্যায় রামঘাটলা কুমিল্লা মহানগর আওয়ামীলীগ কার্যালয়ের ৭ম, ৮ম ও ৯ম তলায় দেশী ও বিদেশী অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও জাতীয় সংঙ্গীত পরিবেশন করা হয়েছে. উক্ত অনুষ্ঠানে কেক কেটেঁ উদ্বোধন করেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা: তাহসীন বাহার সূচনা সহ আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ.এসময় উদ্বোধন শেষে এমপি বাহার বলেন আমরা স্বল্প মূল্যে ও সর্বাধিক নিরাপত্তার নিশ্চিয়তা দিচ্ছি।
সিটি মেয়র আরফানুল হক রিফাত কুমিল্লাবাসীকে গেস্ট হাউজ দেখার আমন্ত্রণ জানান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আগত দেশী বিদেশী অতিথিদের নিয়ে রাতের নৈশভোজে অংশ নেন সবাই।
এফআর/অননিউজ