কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা গ্রামের প্রয়াত সাবেক চেয়ারম্যান ফিরোজ খানের পুত্র সিআইপি আবুল আয়েছ খানের নিজস্ব তহবিল থেকে উপজেলার বাবুটিপাড়া ও জাহাপুর ইউনিয়নে অন্যান্য ইউনিয়নের ন্যায় জন প্রতি ১০০০ টাকা করে মোট ২৪০০ জন কে নগদ অর্থ প্রদান করেন।
শুক্রবার জুম্মার নামাজের পূর্বে বাবুটিপাড়া ইউনিয়নে এবং বাদ জুম্মা জাহাপুর ইউনিয়নের বইড়াকুড়ি চেয়ারম্যান বাড়িতে ২৪শত জনের উপস্থিতিতে নগদ অর্থ প্রদান অনুষ্ঠিত হয়।
জাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ শওকত আহমেদের সভাপতিত্বে ও ছাত্রনেতা রিফাতের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্পপতি ও সিআইপি আবুল আয়েছ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কামাল্লা ইউপি চেয়ারম্যান আবুল বাসার মাষ্টার, পাহাপুর ইউপি চেয়ারম্যান হাজী আবদুল সামাদ মাঝি, দারোয়া ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন,জেলা পরিষদ মহিলা সদস্য মমতাজ বেগম, কামাল্লার ইউপি সদস্য আনোয়ার হোসেন,জজমিয়া,দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম, সাবেক মেম্বার আলহাজ্ব আঃমতিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে কার্ডধারী ব্যাতিত অনেক দরিদ্র জনগনের মাঝে বিতরণ করা হয় অর্থ।
প্রধান অতিথির বক্তব্যে আবুল আয়েস খান বলেন, মুরাদনগরের প্রত্যাকটি ইউনিয়নে সহযোগিতা দেওয়ার আশা রয়েছে। সমাজে ধনী ব্যাক্তিরা যদি এভাবে এগিয়ে আসতো তাহলে দরিদ্রতা লাগব হতো।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com