কুমিল্লার চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ উপজেলা থেকে এক বৃদ্ধা ও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে চৌদ্দগ্রাম উপজেলার ধনুসাড়া এলাকায় শাহিদা বেগম (৬৫) নামে এক নারীর লাশ সেফটি ট্যাংকি থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত শাহিদা একই গ্রামের মাওলানা আবদুল মমিনের স্ত্রী।
অন্যদিকে জেলার সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড়ের চন্ডিমূড়া থেকে রিফাত হোসেন নামে ৯ বছরের এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। সে বরুড়া উপজেলার চন্ডীপুর এলাকার মোঃ রফিক মিয়ার পুত্র। তিনদিন আগে সে বাসা থেকে নিখোজ হয়।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মত সোমবার ফজরের নামাজের সময়ে নিহত শাহিদা বেগমের স্বামী মাওলানা আবদুল মমিন স্ত্রীকে নামাজ পড়তে ঘুম থেকে ডেকে দিয়ে নিজে মসজিদে চলে যান। মসজিদ থেকে তিনি বাসায় ফিরে স্ত্রীকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘরের পিছনের একটি সেফটি ট্যাংকিতে মাথা নিচু করা পা উপরে দিকে উঠানো অবস্থায় শাহিদা বেগমের লাশ উদ্ধার করে।