কুমিল্লায় স্কুল ছাত্রীরা পাবে বিনামূল্যে জরায়ু ক্যান্সার প্রতিরোধী টিকা

এমদাদুল হক সোহাগ, কুমিল্লা।।

কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার প্রায় ২৭ হাজার স্কুল শিক্ষার্থীকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা বিনামূল্যে দেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১০ থেকে ১৪ বছর বয়সী ৫ম থেকে ৯ম শ্রেণির ছাত্রী বা একই বয়সের প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীকে এই টিকা দেয়া হবে। তবে প্রাথমিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রিরা অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবে। টিকা নেয়ার আগে তাদেরকে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

বুধবার সকালে কুমিল্লা সিটি কর্পোরেশনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে এইচপিভি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৪ এর সিটি কর্পোরেশন লেভেল ট্রেইনিং অনুষ্ঠিত হয়।

সভায় আইসিও-এইচপিভি ইনফরমেশন সেন্টারের তথ্য অনুযায়ী বক্তারা জানান, বাংলাদেশের প্রতি এক লক্ষ নারীর ১১ জন জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত এবং প্রতি বছর প্রায় ৪ হাজার ৯৭১জন নারী এই ক্যান্সারে মারা যান। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে এই ক্যান্সারে সবচেয়ে বেশী নারী প্রাণ হারন। জরায়ুমুখ ক্যান্সারে চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। কুমিল্লায় এক মাস মেয়াদি ওই টিকাদান ক্যাম্পেইন চলবে। মাংসপেশীতে পয়েন্ট ৫এমএল এর একটি ডোজ দেওয়া হবে।

সিটি কর্পোরেশন লেভেল ট্রেইনিং এ উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা যুগ্ম -সচিব মো: ছামছূল আলম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা প্রকৌশলী আবু সায়েম ভূইয়া, মেডিকেল অফিসার ডা. চন্দনা রানী দেবনাথ, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো: জহিরুল ইসলাম সহ সংশ্লিষ্ট টিকাদানকারী, সুপারভাইজার প্রমুখ।

একে/অননিউজ24

আরো দেখুনঃ