আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা ১৭টি উপজেলা নিয়ে গঠিত হয়। ১৭টি উপজেলায় ১১টি সংসদীয় আসনে বিভক্ত করা হয়। তফসিল ঘোষনার পর থেকে ১১টি আসনে বিভিন্ন রাজনৈতিক দল এ পর্যন্ত ১০৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে।
বুধবার সন্ধ্যা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান।
অন্য ১১টি আসনে এখনো পর্যন্ত বিএনপির পক্ষ থেকে সর্বাধিক ২৭টি মনোনয়ন সংগ্রহ হয়েছে বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকতার কার্যালয়। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১টি, এনসিপির ২টি, বাংলাদেশ কংগ্রেস একটি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫টি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ১টি, বাংলাদেশ খেলাফত মজলিস ৬টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) একটি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫টি, গণফ্রন্ট ১টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি ১টি, গন অধিকার পরিষদ (জিওপি) ৪টি, এনপিপি ১টি, জেএসডি ২টি, জাতীয় পার্টি ৩টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ৩টি, আমজনতার দল ১টি, বৃহত্তর সুন্নি ছোট ১টি, বাসদ ১টি, ইনসিয়াত বিপ্লব বাংলাদেশ ৩টি এবং স্বতন্ত্র হিসেবে ২১টি, ন্যাশন্যাল ডেমোক্রেট মুভমেন্ট ১টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ১টি, এবি পার্টি-১টি, বিএসপি-১টিসহ মোট ১০৩টি মনোনয়ন সংগ্রহ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, আমরা প্রার্থীদের আচরণবিধি মেনে চলতে বলছি এবং তফসিল ঘোষণার পর পরই নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি।
একটি লেভেল প্লেয়িং ফিল্ড ও সুষ্ঠু সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য যা যা করার দরকার আমরা তা করছি।”
উল্লেখ্য- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর থেকে সালের ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শেষ সময় ১১ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।
রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ১২ ফেব্রুয়ারি হবে ভোট-গ্রহণ।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com