কুমিল্লায় ১৩ তম জাতীয় হিফজুল কোরআন বৃত্তি পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় হাফেজ কল্যান সমিতির উদ্যোগে ৮ই ফেব্রুয়ারী বুধবার সকাল ৮ টায় চান্দিনার মাধাইয়া, নোয়াপাড়া। আল- মদিনা দারুস সুন্নাহ্ হাফিজিয়া মাদরাসা্ কেন্দ্রে উক্ত বৃত্তি পরীক্ষায় চারটি গ্রুপে মোট ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে।
এসময় উপস্থিত থেকে পরিক্ষার সার্বিক বিষয়াদি দেখভাল ও পরিচালনা করেন বাংলাদেশ হাফেজ কল্যান সমিতির মহাসচিব, জনাব হাফেজ মোঃ হুমায়ুন কবির পাহাড়পুরী।এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ হাফেজ কল্যান সমিতির সাংগঠনিক সম্পাদক, হাফেজ মুফতী মুহসীন উদ্দিন বেলালী।হাফেজ মাওলানা ইজারুল হক সিরাজী,সদস্য কেন্দ্রীয় কমিটি।হাফেজ মাওলানা আবু হানিফ, সভাপতি চান্দিনা থানা কমিটি।
এবছর বাংলাদেশ হাফেজ কল্যান সমিতির উদ্যোগে কুমিল্লার ১৬ টি কেন্দ্র হতে মোট তিন হাজার হাফেজ ছাত্রদের মাঝে দুটি গ্রুপে বৃত্তি দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ হাফেজ কল্যান সমিতির নেতৃবৃন্দরা। এছাড়াও এ সংগঠনটি বিভিন্ন সময়ে অসহায় হাফেজদের নানান রকম সহযোগিতা করে আসছে বলে জানিয়েছেন সংগঠনটির মহাসচিব হাফেজ মোঃ হুমায়ুন কবির পাহাড়পুরী।