কুমিল্লায় ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা

কুমিল্লায় ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
গতকাল শেষ রাতের দিকে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে ইয়াবা উদ্ধার ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর সাদমান ইবনে আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন পাঁচোড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ সৈকত খান নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী আটক মোঃ সৈকত খান কুমিল্লা জেলার বুড়িচং থানার পাঁচোড়া গ্রামের মৃত শফিকুল হক এর ছেলে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।
র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মেজর সাদমান ইবনে আলম আরও জানান, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ গত ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ৩০২ জন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী- ০১ জন, আরসা সদস্য-১৫ জন, জঙ্গি-০২ জন, হত্যা মামলায় ১৯০ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ১০১ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ৪০ জন গ্রেফতারসহ ১২৬ টি অস্ত্র, ১৩৯৭ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ৪৮৫ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র্যাব-১১।
পাশাপাশি ৮৭ জন অপহরণকারী গ্রেফতারসহ ৯৫ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৯৬ জন, জেল পলাতক ৩৯ জন, প্রতারণার আসামী-১৮ জন সহ অন্যান্য অপরাধী প্রায় ৬০১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র্যাব-১১।