কুমিল্লা প্রতিনিধি।।
মঙ্গলবার ভোর ৫ টায় কুমিল্লা কোতয়ালী থানাধীন চকবাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ নয়ন মিয়া, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানাধীন পালপাড়া এলাকার ভাড়াটিয়া মোঃ সোহেলের বসত ঘরে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।
উক্ত অভিযানে আটক মাদক ব্যবসায়ীরা হলো ০১।মোঃ সোহেল (৩০), পিতা-মৃত আবুল কাশেম, সাং-পাথুরিয়া পাড়া, বর্তমান সাং-পালপাড়া, এবং ০২। মোঃ আকরাম হোসেন(২৩), পিতা-মোঃ আমির ইসলাম, সাং-কৃষ্ণপুর, উভয় থানা কোতয়ালী, জেলা কুমিল্লা। আসামী আকরাম এর বিরুদ্ধে পূর্বের ০১ টি মাদক মামলা আদালতে বিচারাধীন। এই ঘটনায় আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
এসকেডি/অননিউজ