তফসিল ঘোষণার পর থেকে কুমিল্লায় ১১ টি আসনে মোট ৫৫ টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। এর মধ্যে সবচেয়ে বেশি মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে। এছাড়া সবচেয়ে বেশি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে কুমিল্লা-০৯ (লাকসাম - মনোহরগঞ্জ) আসন থেকে।
সোমবার সকালে কুমিল্লা জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান জানান, প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করছে। কোথাও আচরণবিধি লঙ্ঘনের কোন খবর পাওয়া যায়নি। প্রতি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট আচরণবিধি পর্যবেক্ষণে নিয়োজিত রয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানা গেছে, ১১টি আসনে মোট ৫৪ টি মনোনয়নন সংগ্রহ হয়েছে। এখনো পর্যন্ত সর্বাধিক মনোনয়ন সংগ্রহ হয়েছে বিএনপি থেকে ২০ টি। এছাড়া বাংলাদেশ জামায়াত ইসলামীর ৯ টি, এনসিপির ১টি, ইসালামী আন্দোলন বাংলাদেশ ৩ টি, জাতীয়তাবাদী কৃষক দল ১টি, খেলাফত মজলিস ৩ টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২ টি, এলডিপি ১টি, বাংলাদেশ কংগ্রেস ১ টি, গণফ্রন্ট ১টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি ১টি, গণ অধিকার পরিষদ ১টি, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ১ টি এবং স্বতন্ত্র হিসেবে ১০ টি মনোনয়নপত্র জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংগ্রহ করা হয়েছে।
জানা গেছে, স্বতন্ত্র পদেও সবচেয়ে বেশি বিএনপি নেতা কর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কুমিল্লা-২ আসন থেকে স্বতন্ত্র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এমএ মতিন। এই আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভুইয়াও নির্বাচনী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের বলেন, বিএনপি থেকে একজনকেই মনোনয়ন দেয়া হয়েছে। যেমন কুমিল্লা দুই আসন থেকে আমি বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছি। বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে অনেকেই মনোনয়ন প্রত্যাশা করতে পারেন। এদের মধ্যে কারো কারো মান-অভিমান মনোমালিন্য থাকতে পারে, কিন্তু সেগুলো থাকবে না।
এছাড়া কুমিল্লা-১ (দাউদকান্দি- মেঘনা) আসনে মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে ৫টি, কুমিল্লা-২ (হোমনা তিতাস) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫ টি, কুমিল্লা-৩ মুরাদনগর আসনে ৫ টি, কুমিল্লা-০৪ দেবিদ্বার আসনে ৭ টি, কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে ৪ টি, কুমিল্লা ৬ (সদর -সদর দক্ষিণ) আসনে ৩ টি, কুমিল্লা-৭ চান্দিনা আসনে ৪ টি, কুমিল্লা -৮ বরুড়া আসনে ৩ টি, কুমিল্লা-০৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনে ১৩ টি, কুমিল্লা-১০ নাঙ্গলকোট লালমাই আসনে ৪ টি এবং কুমিল্লা - ১১ চৌদ্দগ্রাম আসনে ২ টি মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com