কুমিল্লার আদালতে ইকবাল সহ ৪ সহযোগীকে ৭ দিনের রিমান্ড মঞ্জর
ষ্টাফ রিপোর্টার।।
কুমিল্লার নানুয়া দীঘির পাড় পূজামণ্ডপে হনুমানের পায়ের উপর পবিত্র কুরআন শরীফ রাখায় অভিযুক্ত ইকবালকে কুমিল্লা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়েছে। তার সাথে আরও তিন আসামিকে আদালতে হাজির করা হয়। কুমিল্লা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান নিপার আদালতে থাকে তাদেরকে হাজির করা হয়।
কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম তানভীর আহমেদ তার সাথে আদালতে রয়েছেন। এর আগে বৃহস্পতিবার রাতে তাকে কক্সবাজারের কলাতলী বিচ থেকে আটক করা হয়।
আজ ইকবালসহ বাকি আরো তিন জন অর্থাৎ মোট চারজনকে কুমিল্লা আদালতে তোলা হয়েছে। তাদেরকে প্রত্যেককে ১০ দিনের করে রিমান্ড আবেদন করা হলে আদালত প্রত্যেককে সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছে।
এদিকে অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমেদ জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
সাইফুল ইসলাম সুমন,অননিউজ24।।