আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার একমাত্র নারী প্রার্থী হিসেবে বিএনপি'র মনোনয়ন পত্র সংগ্রহ করলেন সোহানা শিউলী
জানা গেছে বিশিষ্ট নারী নেত্রী খ্যাত সোহানা সুলতানা শিউলী কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) সংসদীয় আসন থেকে একমাত্র নারী প্রার্থী দাবী করে বিএনপি'র এই মনোনয়ন পত্রটি সংগ্রহ করেন।
রবিবার (২০ ডিসেম্বর) বিকেলে জেলা রীটার্নিং অফিসারের কার্যালয় থেকে জেলা প্রশাসক মু. রেজা'র কাছ থেকে তিনি মনোনয়ন পত্রটি সংগ্রহ করেন।এ মনোনয়নপত্র সংগ্রহ করাকে কেন্দ্র করে তিনি জেলা জুড়ে বেশ আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গল কোট পেরিয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোঃ মোহসীন হোসেন টিটু, রায়কোট ৩ নং ইউনিয়নের বিএনপি সহ ছাত্র বিষয়ক সম্পাদক সুমন মজুমদার, বিএনপির নেতা মোঃ নুরুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয় নেতৃবিন্দও
কুমিল্লা জেলা কর্মরত ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গন। মনোনয়ন পত্র গ্রহনের পর তিনি সাংবাদিক দের বলেন বিএনপি থেকে তিনি নির্বাচিত হলে কুমিল্লা-১০ আসনকে একটি অত্যাধুনিক মডেল আসন গড় তুলবেন।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com