কুমিল্লার ঐতিহ্যবাহী ধর্মসাগরে সৌখিন মৎস শিকারীদের মিলনমেলা বসেছে
কুমিল্লা ছাড়াও ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত সৌখিন মৎস শিকারীদের মিলনমেলা বসেছে কুমিল্লার ঐতিহ্যবাহী ধর্মসাগরে।
শুক্রবার থেকে নগরীর ধর্মসাগরের ৪ পাড়ে বাঁশ ও কাঠের ৯০ টি মাচায় ৫ শতাধিক সৌখিন মৎস শিকারীরা মাছ শিকারে ব্যস্ত সময় পার করছেন। চলবে আজ সন্ধ্যা পর্যন্ত।
মাছ শিকারীদের বড়শিতে রুই, কাতল, মৃগেল, বিগহেড, তেলাপিয়াসহ দেশি বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। মাছ শিকার দেখতে উৎসুক জনতা জড়ো হয়েছে ধর্মসাগর পাড়ে।