কুমিল্লার কন্ঠ পত্রিকার সম্পাদক কামাল উদ্দিনের স্ত্রী নাসরিন আক্তার আর নেই
মুরাদনগর প্রতিনিধি।।
কুমিল্লার কন্ঠ পত্রিকার সম্পাদক কামাল উদ্দিদের স্ত্রী ও বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার ইন্তেকাল করিয়াছেন ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ আজ ভোর পাঁচটায় ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
কুমিল্লার কন্ঠ পত্রিকার সম্পাদক কামাল উদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে তাঁর স্ত্রীর মৃত্যুর শোক বার্তাটি প্রকাশের পর মুহুর্তেই এটি সর্বস্তরের মাঝে ছড়িয়ে পরে। তিনি লিখেন, গত ২৩ শে অক্টোবর সকাল ১০ টায় আমার স্ত্রী নাসরিন আক্তার তাঁর কর্মস্থল বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে গিয়ে ব্রেন স্টকে আক্রান্ত হন, ঐ দিন বিকেলে নাসরিন আক্তারকে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালের সিসিইউ বিভাগে ভর্তি করানো হয়। সাত দিনেও তার জ্ঞান না ফিরায় এবং অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় ৩০ শে অক্টোবর তাকে আইসিইউ বিভাগে লাইফসাপোর্টে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়, সেখানে থাকা অবস্থায় ৩১ অক্টোবর ভোর ৫ ঘটিকায় নাসরিন আক্তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্বামী সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর জানাজার নামাজ আজ দুপুর ১২ ঘটিকায় কুমিল্লার দৌলতপুর ইনসাফ হাউজিং মঠে, এবং দুপুর ২ টায় নাসরিন আক্তারের কর্মস্থল বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় জানাজা , বাদ আছর গ্রামের বাড়ি উপজেলার ফতেয়াবাদ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে সর্বশেষ জানাজা শেষে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।
নাসরিন আক্তারের মৃত্যুতে মুরাদনগরের আমাদের সময়ের প্রতিনিধি হাবিবুর রহমান, কালের কন্ঠের প্রতিনিধি আজিজুর রহমান রনি, ভোরের পাতার প্রতিনিধি শামীম আহম্মেদ, আমাদের নতুন সময়ের প্রতিনিধি এন এ মুরাদ, ঢাকা প্রতিদিনের প্রতিনিধি এম ফয়জুল ইসলাম কালের খবরের প্রতিনিধি আক্তার হোসেন ভূইয়াসহ আরো অনেকে গভির শোক প্রকাশ করেছেন।