কুমিল্লার গোমতী নদীর পাড়ে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নেকবর হোসেন ,(কুমিল্লা )প্রতিনিধি ।।

কুমিল্লার জগন্নাথপুর ইউনিয়নের কটক বাজার কবরস্থান সংলগ্ন গোমতী নদীর পাড়ে গত ১ জানুয়ারি থেকে ২ জানুয়ারির মধ্যে যেকোনো সময় মৃত হয় বলে স্থানীয় এলাকাবাসী ধারণা করছেন। কাজী ছবির (৪২) নামক এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত কাজী ছবির পিতা মৃত কাজী নজির, সাং গাজীপুর মধ্যপাড়া, থানা কোতয়ালী মডেল, জেলা কুমিল্লা।

আজ সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি। তবে নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আই/অননিউজ২৪।

আরো দেখুনঃ