গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৭অক্টোবর ২০২১ ইং তারিখ সকালে কুমিল্লা জেলার কোতয়ালি থানার টিক্কারচর ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মোটর সাইকেলে করে মাদকদ্রব্য পরিবহনের সময় ৭৮ (আটাত্তর) বোতল ফেন্সিডিল সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীহলো কুমিল্লা জেলার কোতয়ালি থানার দক্ষিণ বাগবের গ্রামের মৃত আলী হোসেন এর ছেলে মীর হোসেন (২০)। মাদক পরিবহনের সময় একটি মোটর সাইকেলও জব্দ করা হয়।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
আয়েশা আক্তার/অননিউজ24