কুমিল্লার তিতাসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্থানীয় এমপি সেলিমা আহমাদ মেরীকে উদ্দেশ্য করে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে তিতাস উপজেলা আওয়ামীলীগ ( এমপি গ্রুপ) ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ৭ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ থেকে মিছিলটি থানা গেইটে এসে শেষ হয়। প্রতিবাদ সমাবেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকারকে ইঙ্গিত করে নানা বক্তব্য প্রদান করা হয়। বক্তারা তাকে তিতাসে অবাঞ্চিত ঘোষণা করে, নির্শত ক্ষমা চাইতে বলেন। তারা আরও বলেন, কোন সুস্থ স্বাভাবিক মানুষ মা, বোনকে নিয়ে এমন কুরুচিপূর্ণ কথা বলতে পারেন না!
এই বিষয়ে উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার বলেন, আমি মাননীয় এমপি মহোদয়কে উদ্দেশ্য করে স্ট্যাটাস দেইনি। কেউ যদি গাঁয়ে মাখে সেটা তার ব্যক্তিগত বিষয়। আমি আরেকটি কথা বলতে চাই, রাজনীতির মাঠকে গোলাটে করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে আজকের এই প্রতিবাদ মিছিল। আগামী দিনে আ'লীগের সম্মেলনকে বানচাল করার জন্যই একটি গ্রুপ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন তিতাস উপজেলা আ'লীগের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মোঃ জাহাঙ্গীর, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু, তিতাস উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুন্সি মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোঃ নাছির উদ্দিন, শেখ ফরিদ প্রধান, সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম সোহেল সিকদার, দপ্তর সম্পাদক মীর শওকত লিটন, কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল আলম মুরাদ, ভিটিকান্দি ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আহমেদ, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, নারান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফুজ্জামান ভূইয়া খোকা, জগতপুর ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান ও কড়িকান্দি ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক মোঃ ছাইদুর রহমান ভূইয়া প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রাজা মিয়া সওদাগর, তিতাস উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শাহ আলম শান্তি, সাংগঠনিক সম্পাদক মোঃ আলম সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকলীগ নেতা সাজ্জাদ হোসেন সিকদার, বঙ্গবন্ধু পরিষদ তিতাস উপজেলা শাখার সভাপতি মাহফুজ সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম আল আমিন ভূইয়া, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার, সাধারণ সম্পাদক খাইরুল খন্দকার রুবেল, তাঁতীলীগের তিতাস উপজেলা শাখার সভাপতি রেজাউল ইসলাম মোল্লাসহ হাজার হাজার নেতাকর্মী।
এসময় বিপুল সংখ্যক মহিলা সমর্থক ঝাড়ু মিছিল করে।