কুমিল্লার তিতাস উপজেলায় দুই ইউপি চেয়ারম্যান ও এক উপজেলা ভাইস চেয়ারম্যানের ওপর ছাত্রলীগ ও যুবলীগের হামলার ঘটনা ঘটেছে।
গত সোমবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদের মাসিক সভা চলাকালে এ ঘটনা ঘটে।
এ সময় সভাকক্ষে তিতাস উপজেলা চেয়ারম্যান,উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যাণ্ডসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতেই এ হামলা চালানো হয়।সিসিটিভি ফুটেজে দেখা যায়, সভা চলাকালে হঠাৎ তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার ও কুমিল্লা জেলা (উত্তর) যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন৷ বাবুসহ ৩০ থেকে ৪০ জনের একটি দল সভাকক্ষে প্রবেশ করে। এ সময় তারা উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, ৩ নং বলরামপুর ইউপি চেয়ারম্যান নুর নবী ও সাতানী ইউপি চেয়ারম্যান শামসুল হক সরকারের ওপর হামলা চালায়। এতে সভাটি পণ্ড হয়ে যায়। এরপরই ঘটনাটির একটি সিসি টিভির ফুটেজ মুহুর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী,অভিযুক্ত, ইউএনও এবং জেলা প্রশাসকের সাথে গণমাধ্যম কর্মীরা যোগাযোগের চেষ্টা করেও, তাদের কোনও বক্তব্য নিতে পারেননি।এ ঘটনায় একটি মামলা হয়েছে। তিতাস উপজেলা নির্বাহী অফিসের কম্পিউটার অপারেটর নেছার উদ্দিন (৫৫) বাদী হয়ে তিতাস থানায় সারওয়ার হোসেন বাবু, একেএম কামরুল হাসান তুষার ও রহিমসহ অজ্ঞাতনামা ৩০/৪০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
এফআর/অননিউজ