সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সাধারণ নাগরিকের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিতাস উপজেলা ভূমি অফিসের উদ্যোগে শুরু হয়েছে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ইং।
শনিবার (৮ জুন) শুরু হওয়া এ ভূমিসেবা সপ্তাহ চলবে আগামী ১৪ জুন পর্যন্ত।
‘ভূমি সেবা ডিজিটাল - বদলে যাচ্ছে দিনকাল’ - এই প্রতিপাদ্যে এইদিন সকাল সাড়ে ১০ টার দিকে প্রধান অতিথি থেকে উপজেলা ভূমি অফিস দপ্তরে ফিতা কেটে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করেন তিতাস উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোঃ আশিক-উর রহমান।
এসময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক ও কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল আলম মুরাদ, সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক সরকার, উপজেলা কৃষি অফিসার ও তিতাস উপজেলা নাজির মোঃ মিজানুর রহমান প্রমূখ।
একে/অননিউজ24