ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির গৌরীপুর বাসষ্ট্যান্ডে বাস চাপায় কন্যা শিশু নিহত এবং মা আহত হয়েছে। শনিবার দুপুরে গৌরীপুর পেন্নাই বাসষ্ট্যান্ডে ঢাকাগামী লাল সবুজ ( ঢাকা মেট্রো-ব-১৫-২২০৩) যাত্রীবাহী বাস অটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলে আড়াই বছরের নুসাইফা মারা যায়। মারাত্মক আহত হয় তার মা শাহিদা বেগম (৩৫) এবং বড় বোন তালহা (৫)।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর আলম জানান,নিহত নুসাইফা দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের কানড়া গ্রামের জাহিদ মিয়ার মেয়ে। আহত শাহিদা বেগমকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। আহত তালহাকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে হয়। বাসটি আটক করতে পুলিশ সক্ষম হয়।