কুমিল্লর দেবীদ্বারে নির্বাচনী প্রচারনাকালে ইউসুফপুর ইউনিয়ন পরিষদে’র নৌকা প্রতীকের প্রার্থী মো. কবির হোসেন’র সমর্থক ও ঘোড়া প্রতীকের অধ্যাপক মো.মাজহারুল হক মামুন’র সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সংঘর্ষে সুরুজ মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। এ সময় সংঘর্ষে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. কবির হেসেনসহ উভয় পক্ষের অন্তত: ৪জন আহত হয়েছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার দিবাগত রাত ১০ টায় ইউছুফপুর দানিস মার্কেটের সামনে। ওই মার্কেটের একই ভবনে পাশাপাশি নৌকা ও ঘোড়া প্রতীকের নির্বাচনী কায্যালয় রয়েছে।তুচ্ছ ঘটনা নিয়ে এ ঘটনা ঘটে। নিহত সুরুজ মিয়া ইউছুফপুর গ্রামের মৃত: দিল্লুর আলীর পুত্র।
অপর আহতরা হলেন, নৌকা সমর্থক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমন সরকার, ঘোড়া প্রতীকের সমর্থক হাবিব ও কাউছার। নিহতের বড় ছেলে মো: সাইফুল ইসলাম জানান, উভয় পক্ষের সংঘর্ষ চলাকালে তার বাবাকে কে কাহারা ধাক্কা দিলে তার বাবা অসুস্থ্য হয়ে পড়ে। পরে তাকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক জানায় নিহত ব্যাক্তির শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রাত ১১ টায় গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। তবে ওই ব্যক্তি ঘটনার সময় পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ তিনি পড়ে গেলে হাসপাতলে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষনা করেন।প্রাথমিক ধারনা করা হচ্ছে তিনি হৃদ যন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা গেছেন, ময়নাতদন্তের পর জানা যাবে কিভাবে মারা গেলেন।