কুমিল্লার দেবিদ্বার কার্টনের ভেতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

নেকবর হোসেন ।।

কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকায় কার্টনের ভেতর থেকে একদিন বয়সী কন্যা নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ভোষনা হাছানিয়া দারুল উলুম মাদ্রাসার পাশে দেবিদ্বার টু চান্দিনা সড়কের পাশে বারেরা গ্রামে এ ঘটনা ঘটে।
দেবিদ্বার থানার উপ-পরিদর্শক এসআই কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে নবজাতকের পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বারেরা এলাকার তিনজন শিশু সকালে খেজুরের রস সংগ্রহ করতে এসে দেবিদ্বার-চান্দিনা সড়কের পাশে একটি কার্টন বক্স দেখতে পায়। পরে তারা খুলে দেখে একটি নবজাতকের মৃতদেহ। শিশুরা এ সময় স্থানীয়দের খবর দিলে তারা এসে একদিন বয়সী একটি কন্যা নবজাতকের মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে তারা নবজাতকের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে দেবিদ্বার থানার উপ-পরিদর্শক এসআই কামরুল হাসান বলেন, ‘খবর পেয়ে একদিন বয়সী একটি কন্যা নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছি। প্রাথমিক অনুসন্ধানে শিশুটির পরিচয় শনাক্ত করা যায়নি।

আরো দেখুনঃ