কুমিল্লার দেবীদ্বারে ধর্ষণচেষ্টা মামলা তুলে না নেয়ায় এক কিশোরী ও তার মা-বাবাকে প্রকাশ্যে লাঠিপেটা করে নির্যাতনের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। র্যাব জানায়, গতকাল মধ্যরাতে র্যাব পলাতক আসামী মোঃ নুরুল ইসলাম, মোস্তফা কামাল ও নারগিছ আক্তারকে গ্রেফতার করে। এছাড়া পৃথক অভিযানে পুলিশ মামলার আসামী কুলছুম আক্তারকে গ্রেফতার করে।সুলতানপুর ইউনিয়নের কুরছাপ পূর্বপাড়ায় প্রকাশ্যে লাঠিপেটার ঘটনায় দেবিদ্বার থানায় ৮জনকে আসামী করে মামলা দায়ের করেন কিশোরীর বাবা জামাল হোসেন।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে নির্যাতনের ৩২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে এলাকায় তুমুল সমালোচনা চলছে।
জেনিফার___২৭ আগস্ট ২১