পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া, পেরিয়া ও বাঙ্গড্ডা ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী সহিংসতায় অর্ধশতাধিক আহত হয়েছে।
বুধবার দুপুরে ঢালুয়া ইউনিয়নের ঢালুয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নির্বাচন পর্যবেক্ষণে গেলে বিজয় টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির মানিক হামলার শিকার হন।
আহত সাংবাদিক মানিক জানান, চেয়ারম্যান প্রার্থী নাজমুল হাসান বাছিরের কর্মীরা কেন্দ্র দখলের চেষ্টাকালে তিনি কেন্দ্রে প্রবেশ করায় বাছিরের কর্মীরা তার উপর হামলা করে। এসময় হামলাকারীরা তাকে বেধড়ক মারধরের পর তার ক্যামেরা, আইডিকার্ড সহ অন্যান্য সরঞ্জাম ছিনিয়ে নেয়।
এদিকে একই দিন নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ও বাঙ্গড্ডা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।