কুমিল্লার নাঙ্গলকোটে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার নাঙ্গলকোটে পানিতে ডুবে আপন চাচাতো–জেঠাতো দুই ভাই -বোনের মৃত্যু হয়েছে । ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের শ্রীরামপুর পশ্চিম পাড়া হাফেজ বাড়িতে।
তারা হলেন বাহরাইন প্রবাসী আহসানের মেয়ে সাদিয়া (আড়াই বছর) ও সালাউদ্দিনের ছেলে আরিয়ান (দুই বছর)। তারা আপন চাচাতো ভাই ও জেঠাতো বোন ।
সরজমিন গিয়ে জানা যায়, বৃহস্পতিবার সকালে আপন চাচাতো ও জেঠাতো ভাই-বোন সাদিয়া ও সালাউদ্দিন বাড়ির পাশ্ববর্তী পুকুর পাড়ে খেলা অবস্থায় অসাবধানতাবশত পুকুরে পড়ে যান। এক পর্যায়ে পরিবারের লোকজন তাদেরকে বাড়িতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে নেমে শিশুদের অস্তিত্ব খুঁজে পান।পরে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। তাদের মৃত্যুতে পুরো এলাকাতে শোকে ছায়া নেমে এসেছে।
এমএফ/অননিউজ