কুমিল্লার বরুড়ায় আমড়াতলী চেরাগ আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার বরুড়ায় আমড়াতলী চেরাগ আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে।
শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ব্যাচের প্রায় তিন হাজার প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা পালাক্রমে স্মৃতিচারণ করেন।
পাশাপাশি আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সম্মাননা পর্ব। দীর্ঘদিন পর একত্রিত হয়ে স্মৃতি রোমন্থন ও আনন্দঘন পরিবেশে সময় কাটান অংশগ্রহণকারীরা।

উল্লেখ্য, আমডাতলী চেরাগ আলী উচ্চ বিদ্যালয়টি ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়।
এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে বহু শিক্ষার্থী দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের সঙ্গে অবদান রেখে চলেছেন।