বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, কুমিল্লার বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা, জেলা চৌদ্দ দলের সমন্বয়ক, বহু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অ্যাডভোকেট আফজল খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া, মিলাদ ও স্মরণ সভা অনুষ্ঠিত। বুধবার কুমিল্লা মডার্ন কমিউনিটি সেন্টারে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ২০২১ সালের এই দিনে ঢাকার এ এম জেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
স্মরণ সভায় কুমিল্লার সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা সহ কুমিল্লার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।