দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার বাকই উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন মো: আক্তার হোসেন পারভেজ আহ্বায়ক লালমাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, চেয়ারম্যান মো: মিজানুর রহমান সাধারন সম্পাদক বাকই উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ, যুগ্ম আহ্ বায়ক লালমাই উপজেলার শাহ আলম মোহনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লালমাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্ বায়ক বাহার চৌধুরী, সদস্য স্বেচ্ছাসেবক লীগ মো: জাফর মোশাররফ হোসেনের সঞ্চালনায়, বর্ধিত সভায় উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়া সহ সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন।
বর্ধিত সভার প্রধান অতিথি মো: আক্তার হোসেন পারভেজ বলেন। বিগত কালে সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে আ হ ম মোস্তফা কামাল লোটাস কে আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে চলমান কাজ অব্যাহত রাখতে সবার কাছে ভোট প্রার্থনা করছেন।