কুমিল্লার বুড়িচংয়ে চুরি হওয়া গরু হোমনা থেকে উদ্ধার করলো পুলিশ
সুমন চিশতী।।
জানা যায় গত ২২ মে উপজেলার ভরাসার ফকির বাড়ি গ্রামের বাসিন্দা হেদায়েদ এর ১টি গরু চুরি হয়।
এ বিষয়ে বুড়িচং থানায় এসআই মিঠুন সরকার জানান গরু চুরির অভিযোগ আসার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ইসমাইল হোসেন স্যারের নির্দেশ মোতাবেক আমি সঙ্গীয় ফোর্সসহ লাগাতার অভিযান পরিচালনা করতে থাকি ৷ পরে গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থানা এলাকার কাচারীকান্দী গ্রামে অভিযান পরিচালনা করে মোতালেব মিয়ার গোয়ালঘর থেকে গরুটি উদ্ধার পূর্বক জব্দ করি ।এ ঘটনায় বুড়িচং থানায় মামলা হয়েছে।
উক্ত ঘটনায় তদন্ত সাপেক্ষে আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
এফআর/অননিউজ