সুমন চিশতী।।
শুক্রবার (২১ জুলাই) বিকেলে কুমিল্লা বিবির বাজার বর্ডারে কুমিল্লার মানুষের ভালোবাসায় ফুলে ফুলে সিক্ত হলেন ত্রিপুরা খোয়াই জেলা ও দায়রা জজ শঙ্করী দাস ও ত্রিপুরা হাইকোর্টের অ্যাডভোকেট জেনারেল সিদ্বার্থ শংকর দে। এ সময় তাদের সফর সঙ্গী ছিলেন জেলা জজ শঙ্করী দাস এর মাতা গীতা রাণী দাশ, ত্রিপুরা আইকেপিএআই ইউনিভার্সিটির প্রফেসর রোটা: ড. মলয় নাগ ও তার সহধর্মিণী, আগরতলা ওমেন পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রিন্সিপাল ড. তীর্থ রাজ ও তার সহধর্মিণী, ত্রিপুরা বিউপল নোবেলস ইউনিভার্সিটির প্রফেসর ড. রিচি সিং ও বৃহত্তর ত্রিপুরা দিনমজুর এসোসিয়েশনের প্রসিডেন্ট চন্দন রঞ্জন নাহাসহ ১৭জন।
এ সময় তাদেরকে ফুলেল শুভেচছা জানান কুমিল্লা কোর্টবাড়ী সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মোঃ তারিকুল ইসলাম চৌধুরী, কুমিল্লার বিজ্ঞ জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের এপিপি এডভোকেট স্বর্ণকমল নন্দী পলাশ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার আইটি সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সাধারণত সম্পাদক অচিন্ত্য দাশ টিটু, কুমিল্লা যুব ঐক্য পরিষদ নেতা দিলীপ কুমার নাগ (কানাই) সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এরপর জগন্নাথপুরস্থিত জগন্নাথপুরদেবের মন্দিরে প্রণাম করতে আসতে তাদেরকে ফুলেল শুভেচছা জানানোসহ আপ্যায়ন করান আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), কুমিল্লার নেতৃবৃন্দ।
জানা যায়- কুমিল্লায় সিসিএন বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক কনফারেন্স অনুষ্ঠানে অংশগ্রহণে তারা বাংলায় এসেছেন।
এফআর/অননিউজ