নানান কর্মসূচীর মধ্য দিয়ে কুমিল্লার কবিতীর্থ দৌলতপুরে উদ্যাপন করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী। শুক্রবার বিকেলে জেলার মুরাদনগরের কবিতীর্থ দৌলতপুরে স্থাপিত নজরুল মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
কবি নজরুল মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ জাকীর হোসেন। কুমিল্লা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শওকত উসমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রূহুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল, ঐতিহ্য কুমিল্লার পরিচালক সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল, ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, কবি পতœী নার্গিস পরিবারের বংশধর বাবলু আলী খান, হুমায়ন কবির খান।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল আলম, কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহাম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হাই খান, উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আকতার, মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা মুমিনুল হক, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক রিপন হোসেন, সহকারী শিক্ষা অফিসার সায়মা সাবরিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সূফি আহাম্মদ, সাংবাদিক আজিজুর রহমান রনি, মাহবুব আলম আরিফ, মোঃ নাজিম উদ্দিন, শামিম আহমেদসহ অনেকে।
কর্মসূচীর মধ্য ছিলো কবির মুর্যালে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা, সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণী। এর আগে নজরুলের জীবনী নিয়ে শিশু কিশোরদের কবিতা আবৃতি, রচনা, সংগীত প্রতিযোগিতা।