কুমিল্লার মুরাদনগরে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে কোভিট-১৯ হেল্প সেন্টার উদ্বোধন শেষে করোনা সামগ্রী বিতরণ করছেন, বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য একরামুল হক বিপ্লব।
কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে করোনা হেল্প সেন্টার উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন, ফাউন্ডেশনের চেয়ারপার্সন ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. শাহিদা রফিক।
উপজেলা বিএনপির সাবেক আহবায়ক উপাধ্যক্ষ সফিকুল ইসলামের সভাপতিত্বে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রিয় সহ-সাংগঠনিক সম্পাদক মোখছেদুর রহমান আবিরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য একরামুল হক বিপ্লব, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ জাহের মুন্সী, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি মামুনুর রশীদ সরকারসহ মুরাদনগর উপজেলা ও বাঙ্গরা বাজার থানা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24