কুমিল্লার মুরাদনগরে ভুমি মেলা উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত বনার্ঢ্য র্যালিতে নেতৃত্ব দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান
মুরাদনগর প্রতিনিধি।।

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এ শ্লোগাণকে
সামনে রেখে সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও ভুমি মেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন
করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে একটি বনার্ঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক
প্রদক্ষিণ করে। পরে উক্ত মেলার উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী
কর্মকর্তা মো. আবদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান
খাঁন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার,
মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুল হালিম।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, উপজেলা
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সিরাজুল ইসলাম মানিক, উপজেলা পরিবার পরিকল্পনা
কর্মকর্তা সানজিদা হায়দার নুপুর, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, আইসিটি
কর্মকর্তা রাফিদ উদ্দিন খান, উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, সহকারী পল্লী
উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ প্রমুখ
।
আলোচনা সভায় জনবান্ধব ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ, সেবা গ্রহীতাদের
প্রাপ্তি, ভবিষ্যৎ ভূমি ব্যবস্থাপনার কর্মপরিকল্পনা ইত্যাদি বিষয়সমূহ আলোচনা করা হয়।
এছাড়াও ই-নামজারির আবেদন প্রক্রিয়া, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং এ সকল ফি
সম্পূর্ণ ভাবে অনলাইনে গ্রহণ সংক্রান্ত বিষয়ে ধারণা দেওয়া হয়। অনলাইনে ডিসিআর,
খতিয়ান, ভূমি সেবা সম্পর্কে অভিযোগ বা ভূমি সেবা সংক্রান্ত যে কোন বিষয়ে হট লাইন
সেবা (১৬১২২) নম্বরে কল করার অনুরোধ জানানো হয়।
মজ/অননিউজ২৪