কুমিল্লা বুড়িচং উপজেলা ময়নামতি ইউনিয়নের শাহদৌলতপুর গ্রামে বহিরাগত দুর্বৃত্তদের ফাঁকা গুলি। জনতার ধাওয়ায় বিদেশি আগ্নেঅস্ত্র সহ ফাহিম নামে এক যুবক আটক করে দেবপুর ফাঁড়ি পুলিশের কাছে সোপর্দ করছে এলাকাবাসী।
আটক ফাহিম কুমিল্লা সদরের ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বার্চনা এলাকার হুমায়ুন মেম্বারের ছেলে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। এসময় তার সাথে থাকা দুটো মোটরসাইকেল আসা বাকি ৫জন বাইক নিয়ে পালিয়ে যায়। রাত আনুমানিক সারে ৯টায় শাহদৌলতপুর এলাকার ঈদগাহের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ঘটনাস্থলে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন। তবে কি নিয়ে ঘটনা তা ঘটনাস্থলে যাওয়ার পরই সঠিক বলতে পারবেন বলে জানান তিনি।
তবে স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান, এলাকার জনৈক নারীর জানাজা শেষে ঈদগাহের গেইটের সামনে কয়েকজন মিলে দাঁড়িয়ে ছিলেন তারা। এসময় দুটো বাইকে ৬জন যুবক এসে স্থানীয় রহমান মিয়ার ছেলের নাম ধরে গালাগাল করতে থাকে এবং ❝গুলি কর গুলি কর❞ বলে সোর চিৎকার করে। এসময় একজন বাইকে বসেই ওপর দিকে ফাঁকা গুলি করে চলে যেতে থাকে। জানাজা শেষ সড়কে থাকা কয়েকজন ধাওয়া করলে বাইকে থাকা পেছনের দুজন পড়ে যায়। একজন দৌড়ে ফের বাইকে উঠে পালিয়ে যেতে পারলেও ফাহিম নামের একজন পানিতে পরে যাওয়ায় তাকে পিস্তল সহ আটক করে এলাকাবাসী। এসময় উত্তেজিত হয়ে স্থানীয় কয়েকজন আটককৃত যুবককে চড় থাপ্পড় দিয়ে আটকে রেখে দেবপুর ফাঁড়ি পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান লালন হায়দার কে অবহিত করে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।