কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের কাঠালিয়াকান্দা গ্রামে অধুনা পাঠাগারের অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ওই অফিস ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন মুরাদনগর প্রেসকাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান।
পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সমাজ সেবক বিল্লাল হোসেনের সভাপতিত্বে অফিস উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক ফয়জুল ইসলাম ফয়সাল, আকাব্বরের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম ও খোরশেদ আলম, ব্যবসায়ী বাছির উদ্দিন, সমাজ সেবক আব্দুর রহমান, ব্যবসায়ী হেলাল উদ্দিন, জাকির হোসেন, মোবারক হোসেন, হুমায়ুন কবীর, আব্দুল মান্নান, শহীদ মিয়া প্রমুখ। অফিস উদ্বোধন শেষে দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন কাঠালিয়াকান্দা দক্ষিণপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজ উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেনিফার______৫ সেপ্টেম্বর ২১